
বদরগন্জ ও রংপুর প্রতিনিধি>>
সর্বস্তরের দোকান পাট আধাবেলা বন্ধ রেখে ব্যতিক্রমি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানালো রংপুরের ব্যবসায়ীরা। অভিনব এই কর্মসুচি থেকে ইসরাইলি পন্য আমদারি বন্ধ এবং বয়কট ছাড়াও গাজায় গণহত্যাবন্ধে সারা পৃথিবীবাসিকে এক হওয়ার দাবি জানানো হয়।বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে রংপুর মহানগরীর সকল বিপনী বিতান, মার্কেট ও ফুটপাতের দোকান বন্ধ করে রংপুরের ব্যবসায়ীরা গাজাবাসির প্রতি সংহতি জানান। অভিনব এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে রংপুর চেম্বার এবং জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। এতে নগরীর ১২৬ টি ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা মিছিল নিয়ে একত্রিত হতে থাকেন সুপার মার্কেটের সামনে। সেখানে উম্মুক্ত মঞ্চে চলে গণহত্যাবন্ধে সংহতি সমাবেশ। হাজার হাজার ব্যবসায়ী, কর্মচারীরা অংশ নেন তাতে।রংপুর চেম্বার সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মহানগর মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, সুজনরে প্রমুখ।পরে গাজাবাসির প্রতি আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তার। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি নগরীর সুপারমার্কেট মোড়, নগর ভবন, কাচারবাজার হয়ে পায়রাচত্বর জাহাজ কোম্পানী মোড় হয়ে প্রেসক্লাবের এসে শেষ হয়। সেখানে নেতানিয়াহু এবং ডোনাল ট্রাম্পের কুশপুত্তলিকাদাহ করে তার প্রতি ঘৃণা জানান অংশগ্রহরকারীরা। হাজার হাজার নানা বয়সি ব্যবসায়ি এবং বিভিন্ন শ্রেনির মানুষ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ফিলিস্তিনের পতাকাসহ ইসরাইল বিরোধী নানাধরণের প্লাকার্ড বহন করেন। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ কামানও প্রদর্শন করা হয় বিক্ষোভে।
সমাবেশ থেকে ঘোষনা দেয়া হয়, রংপুরের ব্যবসায়ীরা আর ইসরাইলের পণ্য বিক্রি করবে না। ইসরাইলকে দমাতে হলে তাদের সব পন্য বয়কট করতে হবে। বাংলাদেশ সরকারকে ইজরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান বক্তারা। এসময় বক্তারা ইসরাইলের পন্য আমদানি বন্ধেরও ঘোষনা দেয়ার দাবি তোলেন। গাজায় হামলা বন্ধ না হলে আরও জোড়ালো প্রতিবাদ জানানোর হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।