নাদিম হোসেন চাঁপাইনাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা সড়কের ধীনগর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে সাবিকুননাহার (তরুণী) নামে একজন নিহত এবং ফাহিম নামে এক যুবক আহত হন। রোববার বিকেলে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাবিকুননাহার বেলেপুকুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আহত ফাহিম বড় ইন্দারা মোড়ের জাফর আলীর ছেলে। ফায়ার সার্ভিস জানায়, দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে সাবিকুননাহারকে মৃত ঘোষণা করা হয়। আহত ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সদর থানার ওসি মো. মতিউর রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহত-আহতের সম্পর্ক এখনো নিশ্চিত হওয়া যায়নি।