মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ৩ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাহালা গ্রামে ভূষন সরকার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগের দিন তিনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন। কিন্তু পরদিন সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।খবর পেয়ে মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হয়।মৃত ব্যক্তির পরিবার জানায়, ভূষন সরকার দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে আত্মঘাতী আচরণ করতেন। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায়, সকল দিক বিবেচনা করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে মরদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়।এসআই আসাদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের অনুরোধ করেছি যাতে তারা শোকাহত পরিবারের পাশে থাকেন এবং সহযোগিতা করেন।