নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৪৫টি ভারতীয় মোবাইলসহ মো. হানজালা নামের এক যুবককে আটক করেছে ৫৩ বিজিবি।সোমবার (২১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কোট বাজার দেওয়ান জাইগীর গ্রামের ফেত্তার হাজীর ছেলে মো. হানজালা (২৫) কে একটি ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করে ৪৫টি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়।বিজিবি জানায়, যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বলেন, সীমান্তে অবৈধ মোবাইল ও মাদক চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।