মধ্যনগর (সুনামগঞ্জ), ২১ এপ্রিল:
আজ ২১ এপ্রিল সোমবার, মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী কার্ডধারীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, ডিলার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, কম দামে এই চাল পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন।এ ধরনের কর্মসূচি চালু থাকলে নিম্ন আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মন্তব্য করেন স্থানীয়রা।