মোঃকাইয়ুম বাদশাহ মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বৃহৎ হাওর রুপেশ্বর হাওরে চলতি বোরো মৌসুমের ধান কর্তনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় রেখে আগেভাগেই ধান কাটতে শুরু করেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধান কর্তনে কোনো বড় বাধার সম্মুখীন হননি তারা।স্থানীয় কৃষক মোঃ আব্দুল সেলিম বলেন,“আমরা অনেক আগেই ধান কাটার প্রস্তুতি নিছি। এবার সময়মতো ধান কাটতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো দামও পাব।”অন্য কৃষক সাজু মিয়া বলেন,“পিছনের বছরগুলায় অনেক কষ্ট হইছে। এবার আবহাওয়া ভালো ছিল, ধানও ভাল হইছে। যদি সরকার ভালোভাবে ধান কেনে, তাইলে আমরা বাঁচমু।”উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “রুপেশ্বর হাওরের ধান কর্তনে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মাঠপর্যায়ে আমাদের টিম তদারকি করছে। এখন পর্যন্ত সব কিছু ভালোভাবেই চলছে।”উল্লেখ্য, মধ্যনগর উপজেলার খাদ্য উৎপাদনে রুপেশ্বর হাওরের অবদান অপরিসীম। প্রতিবছরই এখানকার ধান স্থানীয় চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে।