সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণা’র দুর্গাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(কালব)-এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৫/০৪/২০২৫) বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে দিনব্যাপী উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দিনব্যাপী বিভিন্ন পর্ব শেষে বিকেলে শেষ হয়।কালব,দুর্গাপুর উপজেলা শাখার চেয়ারম্যান বিলকিস বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালব -এর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল(ছ অঞ্চল)-এর ডিরেক্টর মোঃ সাইফউদ্দিন আহমেদ(সবুজ)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর,বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কুদ্দুছ আকুঞ্জি,কালব -এর জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন,দুর্গাপুর উপজেলা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম।এছাড়া সমিতির কয়েকজন সদস্য তাদের মতামত ব্যক্ত করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমিতি’র সকল সদস্যের উন্নয়ন সাধনই কালব-এর প্রধান লক্ষ্য। কালব-এর অগ্রযাত্রায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা’র শেষ পর্বে ছিল আকর্ষণীয় রেফেল ড্র। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।