সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। এ সময় রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সমাবেশে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সাইফ উদ্দিন লেলিনকে নেত্রকোনা জেলা তাঁতীদলের সভাপতি ও ফারুক মীর সোয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন কেন্দ্রীয় তাঁতীদলের আহব্বায়ক আবুল কালাম আজাদ।নেত্রকোনা জেলা শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ২৫ এপ্রিল শুক্রবার বিকালে নেত্রকোনা জেলা তাঁতীদলের আহব্বায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের আহব্বায়ক আবুল কালাম আজাদ।নেত্রকোনা জেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক মীর সোয়েলের সঞ্চালনায় কর্মীসভার শুভ উদ্ধোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।এছাড়া এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজ্বী মজিবুর রহমান,কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহব্বায়ক আব্দুল মতিন চৌধুরী,জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হকসহ বিএনপি যুবদল ও জেলা তাঁতীদলের নেতাকর্মীরা।কর্মীসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির জেলা নেতৃবৃন্দ শহরের ছোটবাজার এলাকায় রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।