সব দলই পুলিশকে ব্যবহার করতে চাই। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয় না। ৫ আগষ্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিসটদের পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন দল। পুলিশকে সাভাবিক করতে সময় লাগবে, মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের নিয়মের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে। পুলিশ কে একটি সাধিন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি কখনো। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শহীদ সাটু হল মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন, পুলিশ সন্ত্রাসী বা অপরাধীদের জম। ভুক্তভোগীদের সহায়ক। কিন্তু আমরা আইন মানতে চায় না, আমরা পেশাদার পুলিশ গড়ে তুলতে চায়। শিক্ষার্থীদের মোবাইল আশক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। আগামী নির্বাচন গ্রহণ এর পরিবেশ তৈরির জন্য প্রস্তুতি নিতে হবে। মাদক নিয়ন্ত্রণ করা হবে। তবে এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল মিলনায়তনে সুধীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সুধীজনরা পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজির কাছে কিশোর গ্যাং, ককটেলবাজি, মাদকসহ প্রায় ২৮টি বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান, জামায়াত নেতা মোখলেশুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তোসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, বিএনপি নেতা ও চরবাগডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল |