ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
সমাবেশ পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের বাতেনখাঁ’র মোড়ে এ কর্মস‚চির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মস‚চিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
অংশ গ্রহন করেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে
স্নাতক সমমানের করার দাবিতে ৭ মাস আগে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছিল। কিন্তু এ বিষয়ে সরকার এখনো কোন উদ্যোগ গ্রহন করেনি।