
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দলিল লেখার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে দুই দলিল লেখকের বিরুদ্ধে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এমন অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী আলহাজ্ব মফিজুল ইসলামের ছেল সাদিকুল ইসলাম। সাদিকুল জানান, তার পিতার ভাইদের মধ্যে সম্পত্তি হেবা দলিলের কাজ সম্পন্ন করতে গিয়ে সরকারি নির্ধারিত খরচ ছিল মাত্র ১,৭০০ টাকা। কিন্তু দলিল লেখক তার নিকট থেকে আদায় করেছেন ১১,৫০০ টাকা, যা নির্ধারিত খরচের চেয়ে বহুগুণ বেশি। তিনি এই অতিরিক্ত অর্থ আদায়কে সম্পূর্ণ অনিয়ম ও প্রতারণা বলে দাবি করেন।
অভিযুক্ত দুই দলিল লেখক হলেন শিবগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি তোজাম্মেল হক ও আবদুর রশিদ। তোজাম্মেল হক বলেন, “এই দলিলটি আমি করিনি, আবদুর রশিদ করেছে।” অন্যদিকে আবদুর রশিদ সঠিক হিসাব তিনি দিতে পারেননি, তবে তার দাবি অনুযায়ী সর্বোচ্চ ৫,৩০০ টাকা খরচ হতে পারে। অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসার খন্দকার গোলাম কবির বলেন, “আমার কাছে এ বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অনেকেই দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।