সুনামগঞ্জের ধর্মপাশায় “দ্বন্দে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’” এই স্লোগান সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।সোমবার (২৮এপ্রিল) সকাল ১১টার দিকে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশার উদ্যোগে ধর্মপাশা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনায় ওই চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও বেঞ্চ সহকারি আব্দুল্লাহ আল মামুন খানের সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহমদ, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক, এডভোকেট আব্দুল হাই তালুকদার, এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল প্রমুখ। এসময় স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন। বক্তব্যে বক্তারা নির্যাতিত, বিপরীত মানুষজনকে বিনা খরচে বিভিন্ন আইন সহায়তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।