মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কাইতকান্দা ব্রিজটি একসময় ছিল এলাকার মানুষের স্বপ্ন। উন্নত যোগাযোগের আশায় স্থানীয়দের জন্য একটি আশার আলো ছিল এই ব্রিজ। নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় পাঁচ বছর আগে, এবং প্রতিশ্রুতি ছিল মাত্র দুই বছরের মধ্যে কাজ শেষ করার। কিন্তু আজও সেই ব্রিজ পড়ে আছে অপূর্ণ, অর্ধসমাপ্ত, অনাদরে বিস্মৃত এক কাঠামো হয়ে।এটি শুধু একটি ব্রিজ নয়—এটি ছিল উপজেলার প্রধান যোগাযোগপথের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু আজ এই স্থবির কাজের কারণে পুরো এলাকা যেন এক ধরনের অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।রাস্তার অবস্থা ভয়াবহ।উপজেলার মূল সড়কটি বর্ষার সময় প্রায় অচল হয়ে পড়ে। হাওরের পানি বেড়ে গেলে প্রচণ্ড ঢেউয়ের মুখে রাস্তা তলিয়ে যায়, কাঁদা ও গর্তে ভরে যায় প্রতিটি ইঞ্চি। তখন মোটরসাইকেল চালানো পর্যন্ত হয়ে যায় অসম্ভব।এখন মানুষ মোটরসাইকেল, বা পায়ে হেঁটে চলাচল করে। আর বর্ষাকালে একমাত্র ভরসা হয় নৌকা ও ট্রলার।একজন স্থানীয় বাসিন্দার কণ্ঠে শোনা গেল হতাশার সুর“ব্রিজ তো পরেই আছে, আমাদের আসা যাওয়ার রাস্তাও বর্ষায় হাওরের পানিতে ডুবে যায়। তখন নৌকা ছাড়া উপায় থাকে না। রোগী, শিক্ষার্থী, এমনকি খাদ্যসামগ্রী আনাও কঠিন হয়ে পড়ে।”শুধু সাধারণ মানুষের চলাচলই নয়, এর প্রভাব পড়ছে স্থানীয় কৃষি ও ব্যবসার ওপরও। বাজারে পণ্য পৌঁছাতে সমস্যা হয়, কৃষকদের ফসল নিয়ে সমস্যায় পড়তে হয়, আর অসুস্থ মানুষ সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েন।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই ব্রিজের কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়, এবং হাওর-প্রবণ এই অঞ্চলের প্রধান সড়কটিকে টেকসই ও বর্ষা উপযোগী করে নির্মাণ করা হোক।এখন সময় হয়েছে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের।