সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার কৃতিসন্তান এডভোকেট পল্লবী রায়(লীনা) জাতীয় আইনগত সহায়তা দিবসে দেশের সেরা আইনজীবী প্যানেল মনোনীত হয়ে আইন,বিচার
ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল মহোদয়ের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করে।এডভোকেট পল্লবী রায় লীনা নেত্রকোনা
জয়নগরের দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরিমল রায় এর কন্যা ও সাংবাদিক প্রণব রায় রাজুর ছোট বোন ।তার জন্য সকলের দোয়া- আশীর্বাদ
প্রত্যাশা কামনা করেন পরিবারের পক্ষ থেকে । তিনি দেশের সেরা আইনজীবী নির্বাচিত হওয়ার নেত্রকোনাবাসী খুশি ।