নিজস্ব প্রতিনিধি, দূর্গাপুর ( নেত্রকোনা) :
নেত্রকোনা’র দূর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামে ঢুকলেই চোখে পড়বে একটি সাইট বোর্ডে চারটি প্রতিষ্ঠানের নাম লেখা চোখে
পড়বে । সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও’র প্রতিষ্ঠাতা , সভাপতি,পরিচালক ও মালিক কথিত জনৈক হলুদ সাংবাদিক আলী সোবান ও পরিকল্পনা ও
নির্দেশনাকারী তার ছেলে মামূন । সরেজমিনে ঘুরে গন্ডাবের ও এলাকাবাসীর মুখে ভিডিও সাক্ষাৎকারে বাপ বেটার অনৈতিক ধান্দাবাফড়্গড়্গ
অভিযোগ গন্ডাবের ও ৮/১৯টি গ্রামের প্রায় শতাধিক লোকজন জানান , ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১ টি এনজিও’র প্রতিষ্ঠাতা ও মালিক কথিত হলুদ সংবাদ
কর্মী আলী সোবান । তার ছেলে সংবাদ কর্মী মামুন । তাদের নামেমাত্র এই সব প্রতিষ্ঠান চালানো ওআয়ের উৎস কি । এলাকাবাসী আরো বলেন ,
সাংবাদিকতার নাম বাপ বেটার অবৈধ ব্যবসা বন্ধ করতে জোর দাবি জানান পাশাপাশি তাদের এনজিও’র সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে
আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।