কাইয়ুম বাদশাহ মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ৯ মে বৃহস্পতিবার মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম, এসআই বিকাশ সরকার, এসআই মোঃ ইউছুব আলী এবং এএসআই মোঃ মহিনুর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মধ্যনগর থানাধীন গন্দিরগাঁও (মোহাম্মদ আলীপুর) এলাকা থেকে রানা আহম্মেদ সানী ওরফে রানা মিয়া (২৪), পিতা-কলিম উদ্দিন, সাং-গন্দিরগাঁও, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রানা আহম্মেদ সানী বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
গ্রেফতারের পর আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।