
লাখাই প্রতিনিধি হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ডেভিল হান্ট অভিযানে উপজেলার মোড়াকরি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক খোকন ৫ নং করাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন (৪৮) সহ ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লাখাই উপজেলার আওয়ামীলীগের অনেক হেভিওয়েট নেতা কর্মী প্রকাশ্যে এখনঘুরে বেড়াচ্ছে গ্রেফতার না হওয়ায় সাধারণ জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে ।
জানা যায় হবিগঞ্জ সদর থানার পুলিশ ও লাখাই থানা পুলিশের যৌথ অভিযানে লাখাই থানার এস আই আনোয়ারুল হক এর সহযোগিতায় মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে যুবলীগ নেতা খোকন মিয়া (৪২) কে গ্রেপ্তার করে। অপর দিকে এস আই মানিক সাহা, এস আই প্রনয় সরকার নেতৃত্বে বিকাল বেলা বুল্লা বাজার হতে ৫ নং করাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন কে গ্রেফতার করে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরো বলেন পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের আক্তারুজ্জামান, নুরুল ইসলাম মুন্সী,এস আই মানিক সাহা এস আই প্রনয় সরকার বুল্লা বাজার, গুনিপুর ও সাতাউক গ্রামে অভিযান চালিয়ে গুনিপুর গ্রামের জলাই মিয়ার ছেলে জসিম মিয়া (৪৫) ও সাতাউক মিয়াধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।