কাইয়ুম বাদশাহ মধ্যনগর উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে স্থানীয় উপজেলা মধ্যনগর যুবদলের নেতা ও ব্যবসায়ী মোঃ রায়হান উদ্দীন (৪৪)-এর উপর সন্ত্রাসী হামলা ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়
ভুক্তভোগী মোঃ রায়হান উদ্দীন মধ্যনগর সদর এলাকায় বসবাস করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত নিজগ্রাম রৌহা ও বংশীকুন্ডা বাজারে যাতায়াত করেন। তিনি ১০ মে ২০২৫, বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে বংশীকুন্ডা বাজারে আসেন ব্যবসায়িক কাজে। কাজ শেষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে মহিষখলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, এবং পথিমধ্যে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ কোণায় পৌঁছালে তিনজন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় তার সঙ্গে থাকা ১০০ টাকার বান্ডিল আকারে প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। উপজেলা যুবদলের এই নেতা মধ্যনগর থানায় সাধারণ একটি ডায়েরি করেছেন সেই ডাইরিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে১.মোঃ সাহেবুর আলম(৫৫)২. মোঃ রামিম (২৪)৩. মোঃ লাদেন (২৫)অজ্ঞাত আরো কয়েকজন
রায়হান উদ্দীন, দেশ বাংলা প্রতিদিনকে বলেন তারা হঠাৎ এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অতর্কিতে মারধর করে এবং আমার চলাচলে বাধা দেয়। এরপর আমার সঙ্গে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজিব রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার প্রতিবাদে আজ এলাকাবাসী ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বংশীকুন্ডা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে বক্তারা বলেন, এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।