
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ১০ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী খলিফাপাড়ার মো. আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৪২), নাটোরের সিংড়ার মো. হান্নান শেখের ছেলে মো. রংবাজ সরদার (২৩), মৃত মনতাজ আলির ছেলে মো. সাবজিল ইসলাম (৫২), মৃত বোরকান শেখের ছেলে মো. আশরাফ শেখ (৬০), মো. নূর হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. দশনুর সরদারের ছেলে মো. রবিউল সরদার (২১), মো. সিদ্দিক শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪২), মো. ওয়াসিম শেখের ছেলে মো. নাদিম শেখ (২৩), মো. বাবুল শেখের ছেলে মো. রাজিম শেখ (২২) এবং আদেশ আলীর ছেলে মো. আরবাজ সরদার (২২)।
বিজিবি সূত্র জানায়, ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ বকচর বিওপির নায়েক সুজিত কুমারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৩৪/৩-এস সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।বিজিবির দাবি, আটক ব্যক্তিরা তিন মাস আগে অবৈধভাবে ভারতের চেন্নাই শহরে প্রবেশ করেন এবং বিভিন্ন সময় দিনাজপুরসহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে ভারতে যান।৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, “ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। এ পরিস্থিতিতে আজ বিকেলে ওই ১০ জনকে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, বিজিবির দায়ের করা মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।