সৈয়দ সময়, নেত্রকোনা :
নেত্রকোনা’র খালিয়াজুড়ী উপজেলায় ১নংমেন্দিপু্র ইউনিয়নে দুই শিক্ষক কে মারধর টানাহেঁচড়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে । ৪০ শতাংশ নিজস্ব ভূমির উপর অবস্থিত১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাটি শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রেখে আসছে । শিক্ষক, কর্মচারী ও সুপার সহ ২১ জন দায়িত্বশীলভাবে ২৮১ জন শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছে। পরীক্ষার ফলাফলও ভালো। মাদ্রাসার উন্নয়নে রয়েছে
১৭০ শতাংশ ধানি জমি ও ৪০০ শতাংশ কুড়জলাশয় । নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায়এই প্রথম বিএনপি’র দুর্বৃত্তদের হাতে দুই লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছেএবং এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে ।এ দিকে অভিযোগ প্রত্যাহারের জন্যও কুচক্রী মহলের অদৃশ্য চাপ রয়েছে,এই অবস্থায় শিক্ষকবৃন্দ একদিন কর্ম বিরতি পালন করে।শিক্ষকদের উপর হামলায় আহত দুই শিক্ষক হলেন ,কৃষি শিক্ষক তারেক রব্বানী ও সাবেক সুপার মাওলানা মিরাশ উদ্দিন । সরেজমিনে এইঘটনার সত্যতা পাওয়া গেছে । জানা যায়, বিগত২৪ মে ২০২৫ নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার
নবম শ্রেণির ছাত্র শরীফ মিয়ার সাথে উক্ত মাদ্রাসার সদ্য দাখিল পরীক্ষা দিয়েছে মো. মোহতাসিম বিল্লাহ অলি মোবাইল ফোনের বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় তারি জের ধরে ১ নংমেন্দিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্মী মো.সুজন মিয়ার হুকুমে ২৫ মে ২০২৫ সকাল পৌনে ১১টায় একই এলাকার রাজিব মিয়া , ছন্দু মিয়ার ছেলে ছোটন মিয়া, হোসেন মিয়ার ছেলেকাউসার মিয়া, আব্দুর রউফ এর ছেলে মোহতাসিম বিল্লাহ অলি সহ উশৃঙ্খল লোকজন
ক্লাস চলাকালীন সময়ে বিনা অনুমতিতে মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই অবস্থায় মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মিরাশ উদ্দিন ও কৃষি শিক্ষক তারেক রব্বানী বহিরাগতদের কাছে কি হয়েছে জানতে চাইলেরাজিব,ছোটন সহ সকলে মিলে দুই শিক্ষক কেটেনে হেঁচড়ে রুম থেকে বের করে মারধর করে লাঞ্ছিত করে । এ সময় মাদ্রাসার অফিস সহকারী, দপ্তরী মোফাজ্জল, শাম্মী আক্তার শিক্ষকদের উদ্ধার করে অফিসে নিয়ে আসে।তৎক্ষণাৎ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী অফিসার কে জানালে অভিযোগ দিতে বলেন ।শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী এই ঘটনার সুবিচার কামনা করেন নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হারুন অর রশিদ ও ছাত্র অভিভাবক সাবেক মেম্বার মো. ফারুক মিয়া ।