নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পর্যটন এলাকা ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পর্যটকবাহী হাউস বোট সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। হাউস বোটটির নাম আরাফান। শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হাউস বোটটিতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো নৌকাটিতে।জানা যায়,আরাফান নামক এই হাউস বোটটি ঢাকার কিছু ব্যক্তি তৈরি করেছেন। দুর্ঘটনার সময় বোটটিতে ১২ জন পর্যটক অবস্থান করছিলেন, যাদের মধ্যে ৭ জন নারী ও ৫ জন পুরুষ ছিলেন। স্থানীয়দের তৎপরতায় এবং সৌভাগ্যবশত, সকল পর্যটকই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কেউ গুরুতর আহত হয়নি।হাউস বোটটি সম্পূর্ণরূপে পুড়ে নিঃস্ব হয়ে গেছে। ঘটনাস্থলে স্থানীয় জনগণ ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।