বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩১ মে) পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় রচনা প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকতারুজ্জামান, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, বেসরকারী সংস্থা বিওয়াইএফসি’র এরিয়া ম্যানেজার সম্রাট বেপারী, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক মাসুদ রানা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী বুশরা আজিজ জসিতাকে ১ম পুরস্কার ৪ হাজার টাকা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হাসনা আক্তারকে ২য় পুরস্কার ৩ হাজার টাকা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী অরিন মেহজাবিন মিশুকে ৩য় পুরস্কার ২ হাজার টাকা প্রদান করা হয়।