
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশের ধর্মীয় শিক্ষাব্যবস্থার অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৫তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৬ হিজরি / ২০২৫ খ্রিস্টাব্দ) ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার অন্তর্গত দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের এক প্রান্তিক গ্রাম দাতিয়াপাড়ায় অবস্থিত দারুল উলূম আরাবিয়া ফুলেন্নেছা মাদ্রাসা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির রাবে ও খামিছ জামাতের মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন শিক্ষার্থী মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো—মাদ্রাসার দুইজন পরীক্ষার্থী মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ অঞ্চলের মধ্যে মেধা তালিকায় যথাক্রমে ১ম ও ৫ম স্থান অর্জন করেছে, যা নিঃসন্দেহে একটি বিরল গৌরবের বিষয়।তবে শিক্ষার্থীদের পরিচয় যাচাই না হওয়ায় সংবাদটিতে তাদের নাম প্রকাশ করা হয়নি। যথাযথ তথ্য নিশ্চিত হলে পরবর্তীতে তা প্রকাশযোগ্য বলে প্রতিবেদক মন্তব্য করেছেন।এই সাফল্যে মাদ্রাসা ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠানের প্রতি নতুন করে মানুষের আস্থা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।প্রশিক্ষণ, অধ্যবসায় ও দৃঢ় প্রতিশ্রুতির ফলাফলমাদ্রাসার শিক্ষকবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা কঠোর নিয়মশৃঙ্খলা, পাঠদানে নিষ্ঠা ও অভিভাবকদের ঘনিষ্ঠ সহায়তায় শিক্ষার্থীদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার চেষ্টায় নিয়োজিত। এই ফলাফল সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।উল্লেখ্য, শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলিত থেকে আসা মধ্যনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটি মাদ্রাসার সাফল্য নিঃসন্দেহে দৃষ্টান্তস্বরূপ। সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে এই প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট মহলের কাছে।