
নওগাঁ প্রতিনিধিঃ
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ইব্রাহিম হোসেন নামের এক শিক্ষকের। শনিবার দিবাগত রাত ৮ টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার তিলনী পাতাড়ী গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ও তিলনী পাতাড়ী নয়াবাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।নিহত শিক্ষকের স্বজনেরা বলেন, নিহত শিক্ষক ফ্রী সময় পেলে রাজশাহী শহরে কখনো তার বোনের বাসায় বেড়াতে যায় আবার কখনো কখনো তার বন্ধু-বান্ধবের সাথে সাক্ষাত করতে যায়। অন্যান্য দিনের মতোই গত রাতে তার নিজের মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহীর নওদাপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা খেয়ে রাস্তায় পরে যায়। সে সময় কোমরে ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।