কাইয়ুম বাদশাহ মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ মাদকদ্রব্য উদ্ধারে সক্ষম হয়েছে। এই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এসআই আসাদুল ইসলাম ও তার নেতৃত্বে এএসআই মোঃ মহিনুর, এএসআই আব্দুর রউফ এবং সহকারী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ বোতল পরিপূর্ণ ভারতীয় মদ এবং ৬ বোতল ভাঙা ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মোহনগঞ্জ উপজেলার নাগদোরা ও দৌলতপুর এলাকার বাসিন্দা মোঃ মোস্তাকিম মিয়া (২৮) ও মোঃ বাবু মিয়া (২১)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।মধ্যনগর থানা পুলিশ মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।