মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর,সুনামগঞ্জ।
সুনামগঞ্জের মধ্যনগর বাজারে দ্বিতীয় দফায় লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখলকৃত দুটি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত ঘরগুলোর মধ্যে
একটি ছিল স্থানীয় বাসিন্দা আছিলা খানমের টিনশেড ঘর এবং অপরটি মো. নয়ন মোড়লের আধা পাকা নির্মাণ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
উজ্জ্বল রায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। প্রশাসন জানায়, দখলদারদের বারবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা
হলেও প্রতিক্রিয়া না পাওয়ায় জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন,
“দখলমুক্ত করা স্থানগুলো সরকারি খাসজমি, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এ ধরনের অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।”