সালমান আহম্মদ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
কেন্দুয়া উপজেলাধীন বলাইশিমুল ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ভুমিহীন লোকদের বসবাস আশ্রয়ন নামক প্রকল্প লস্করপুর গ্রামে থাকলেও সেখানে থাকছে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ ও তার পরিবারবর্গ।সরেজমিনে গিয়ে দেখা যায়-লস্করপুর আশ্রয়ন প্রকল্পে ৫টি পরিবারের নাম থাকলেও বসতি আছে ২জন।১/ ছখিনা,২/ ইসলাম উদ্দিন।বায়েজিদ মিয়া নামের ১টি ঘর বরাদ্দ দেওয়া থাকলেও তাঁকে ঘর দেওয়া হয় নাই। সে আবু জাহেদ এর ভয়ে কিছু বলতে চায়নি।বাকী ঘর গুলো অন্যদের নামে বরাদ্দ ঠিকই কিন্তু ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাহেদ।কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়- আবু জাহেদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদধারী থাকলেও তার ক্ষমতা ছিল অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল।তার নির্দেশনায় এই ওয়ার্ড তথা পুরো ইউনিয়ন ছিল তার অনেকটাই দখলে।লস্করপুর জেলা পরিষদ নামক পুকুর থাকলেও দখলে ছিল আবু জাহেদ এর।এখনো এই পুকুর সাইডগুলো মাটি দিয়ে ভরাট করে দখলে নিচ্ছে এটা সবার জানা।এ বিষয়ে ০৮/০১/২০২৫ইং তাং কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত তার কোন সুরাহা হয়নাই।এই বিষয় জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাহেদ স্বীকার করে বলেন- আমি দুই তিন মাস যাবৎ বসবাস করছি, সরকারি কোন কর্মকর্তাদের কাছে থেকে অনুমতি নেই নাই। আমি ওয়ার্ড মেম্বারের কাছে বলে ছিলাম।এ বিষয় উক্ত ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কেনু মিয়া বলেন- আমি বিষয়টি জানি,তবে তাকে আমি থাকার অনুমতি দেইনাই। তার ঘরের জায়গা নেই বলে এই প্রকল্পে জায়গা করে নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামল থেকেই এই ঘরে বসবাস করছে।এই বিষয়ে বলাইশিমুল ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান) প্রশাসক সাহাদাৎ হোসেন বলেন- আমি বিষয়টি জানিনা, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখার চেষ্টা করবো।উপজেলা নির্বাহী অফিসার ডক্টর ইমদাদুল হক তালুকদার বলেন- এই বিষয়টি আমি জানিনা,তবে বিষয়টি খতিয়ে দেখবো।