নওগাঁয় সিএনজি চালিত অটোবাইকের ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের উপর মায়ের কোলে বসে থাকা মাত্র আড়াই বছর বয়সি মোসাঃ আছিয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিহত শিশুর মা ও দাদা-দাদি আহত হয়েছেন। এদূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ১৭ জুন বেলা ১১টারদিকে নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়ন পরিষদের পাশে এলাকায়। নিহত শিশু আছিয়া জান্নাত মান্দা উপজেলার চকরামপুর গ্রামের জৈনক আকাশ আলীর মেয়ে। নিহত শিশু আছিয়া জান্নাতের দাদা মোজাম্মেল জানান, তিনি নিজে, তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম, ছেলে আকাশ আলী ও ছেলের বউ মৌসুমী আক্তার এবং নাতনী মোসাঃ আছিয়া জান্নাতকে সাথে নিয়ে একটি ভ্যান যোগে ঈদের দাওয়াত খেতে পাশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন পরিষদ এলাকায় পৌছালে হঠাৎ করেই দ্রুতগামী সিএনজি চালিত একটি অটোবাইক তাদের বহণকারী ভ্যানে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানের উপর মায়ের কোলে বসে থাকা শিশু আছিয়া জান্নাত সহ তারা ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে আহত হোন। সাথে সাথে তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু আছিয়া জান্নাত কে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে সিএনজি চালিত অটোবাইক সহ তার চালককে পুলিশি হেফাজতে নেয়। শিশু আছিয়া জান্নাতের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজনসহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। দূর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান প্রতিবেদককে জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট শিশুর মৃতদেহ হস্তান্তরের পস্তুতি চলছে।