আগামী ২০ জুন রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) বিকেলে নগরীর সিটিপার্ক মার্কেটের আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা।সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল বলেন, আমাদের শুক্রবারের গণ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর মহানগর, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।গণ সমাবেশে রংপুর জেলার ৬টি আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেন। আমরা আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। তাই আমাদের দল সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে।তিনি আরো বলেন, আমাদের গণ সমাবেশ সফল কররা লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।২০ তারিখ মহাসমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় রংপুর সার্কিট হাউসে বাংলাদেশ বিনির্মাণে ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী সকল দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল বিন আযাদ, রংপুর মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাফিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আফজালুল করিম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মোহাম্মদ রোকনুজ্জামান প্রমূখ।