
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন পুলিশ। এছাড়া একই রাতে আত্রাই থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের রবিবার নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান, নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসায় গত শুক্রবার গভীর রাতে মাদ্রাসার থাকা এক ছাত্রী (১২) কে ধর্ষনের চেষ্টা করেন ঐ মাদ্রাসার সুপার নুরনবী (৪৫)। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানা পুলিশ শনিবার সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।
এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ঐ গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতি বাঁশ ফোর, জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়। অপরদিকে নওগাঁর রাণীনগর থানা পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়েউপজেলার কুনুজ গ্রামের নোয়াই ফকিরের ছেলে শফিকুল ফকির (৪৩) কে ৫০গ্রাম গাঁজাসহ এবং হরিপুর গ্রামের নিরেন্দ্রনাথের ছেলে নবীন চন্দ্র (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করেন। উপরোক্ত পৃথক পৃথক অভিযানে আসামীদের গ্রেফতার ও নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই ও রাণীনগর থানার অফিসার ইনচার্জ।