
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-:সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিরামপুর পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা,উপজেলা স্কাউটসের কমিশনার মশিউর রহমান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইন্সট্রাক্টর ইউ আর সি শফিকুল ইসলাম, কাব কার্নিভাল স্টেশন পরিচালক তৌফিকুল ইসলাম,। কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।