কাইয়ুম বাদশাহ, মধ্যনগর সুনামগঞ্জ:
আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫), সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের প্রাণকেন্দ্র মহিষখলা বাজারে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের অন্যতম বৃহৎ সাপ্তাহিক হাট। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে বাজারটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।
দূর-দূরান্ত থেকে গরু, ছাগল ও মহিষ নিয়ে আসেন বিক্রেতারা। হাটজুড়ে পশু বেচাকেনার হাঁকডাক, দরদাম আর গরুর দড়ি হাতে টানাটানি—সব মিলিয়ে এক ব্যস্ততম দৃশ্য। ঈদুল আজহা সামনে থাকায় অনেকে আজকেই উপযুক্ত কোরবানির পশু কিনে নিতে বাজারে আসেন।
পশুর হাটের অন্যতম আয়োজক মোঃ দেলোয়ার হোসেন বলেন,আজকের হাট বেশ জমজমাট হয়েছে। তবে গরু রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় কিছুটা সমস্যার মুখে পড়েছি। যদি নির্দিষ্ট পশু পার্কিং, পানি ও ছায়ার ব্যবস্থা থাকতো, তাহলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হতো।”
শুধু পশুর হাটই নয়, সবজি, চাল-ডাল, মাছ, ফলমূল, দেশি তৈজসপত্র এবং শাড়ি-কাপড়ের দোকানেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন সাপ্তাহিক বাজার করতে। বাজারের চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ।তবুও সব কিছুকে ছাপিয়ে আজকের মহিষখলা হাট ছিল গ্রামীণ জীবনের একটি চিত্রপট।যেখানে শুধু পণ্য বেচাকেনা নয়, ছিল সম্পর্কের বন্ধন, হাসিমাখা মুখ, আর একটুখানি উৎসবের ছোঁয়া।