সৈয়দ সময় ,নেত্রকোনা :
বুধবার (২৫ জুন ২০২৫খ্রি.) দুপুর ২ টায় নেত্রকোণা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-পিপিএম’র
সভাপতিত্বে ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই উল্টো রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ সংক্রান্তে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল,, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/মাইক ও বাদ্য যন্ত্র বাজানো থেকে বিরত থাকা, এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।শুক্রবার বিকালে জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,হাফিজুর ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ।