সৈয়দ সময় ,নেত্রকোনা :
ডিজিটাল দক্ষতায় বদলে যাচ্ছে কর্মসংস্থানের চিত্র । কর্মসংস্থানের সংকট যখন দেশের তরুণ সমাজকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে, তখন ব্যতিক্রমী সাফল্যের গল্প লিখছে নেত্রকোনার স্থানীয় আইটি প্রতিষ্ঠান E-Learning & Earning Ltd.
তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৮০% শিক্ষার্থীর সফল কর্মসংস্থান নিশ্চিত করে দেশের ডিজিটাল উন্নয়নযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে বলে সংশ্লিষ্টদের দাবী।প্রতিষ্ঠানটির দেয়া সর্বশেষ তথ্য অনুসারে, গত ছয় মাসে নেত্রকোনা জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জনই সফলভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্যারিয়ার গড়েছেন। কেউ মাসে আয় করছেন ২০০ ডলার, কেউবা পৌঁছে গেছেন ১৫০০ ডলার পর্যন্ত। এই সাফল্যের হার বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে অগ্রগণ্য। E-Learning & Earning Ltd-এর সাফল্যের মূল ভিত্তি হলো: এডভান্সড ও আপডেটেড কোর্স কারিকুলাম, বাস্তবভিত্তিক প্রজেক্ট ও ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রেনিং, ধারাবাহিক মেন্টরশিপ ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট গাইডলাইন, প্রতিটি শিক্ষার্থীর ক্যারিয়ার ও মার্কেটপ্লেস পজিশনিংয়ের উপর ফোকাস।প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধান মো:দেলোয়ার হোসেন খান জানান, আমরা শুধুমাত্র কোর্স শেষ করাই না, প্রতিটি শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং বিশ্বের বাস্তবতা সম্পর্কে প্রস্তুত করে তুলি। এটাই আমাদের ভিন্নতা।প্রতিষ্ঠানটির তিনটি অনুপ্রেরণামূলক সফলতার গল্প- শিল্পী রানী সরকার, একজন গৃহিণী, মাত্র ৩ মাসের ডিজিটাল মার্কেটিং কোর্স করে Fiverr-এ সফলভাবে মাসে আয় করছেন প্রায় $300।
জাকারিয়া রিফাত, এক সময় ছিলেন বেকার এখন ২ টি দেশের ক্লায়েন্ট নিয়ে একজন স্বনামধন্য WordPress এক্সপার্ট।
কণিকা আক্তার সোমা, দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে ইউরোপ-আমেরিকার ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছেন সম্পূর্ণ দূরবর্তীভাবে।
প্রতিষ্ঠানের অনেক সফল শিক্ষার্থী এখন নিজের ডিজিটাল এজেন্সি পরিচালনা করছেন এবং নতুনদের ট্রেনিং ও গাইড করছেন। এতে গড়ে উঠছে প্রান্তিক উদ্যোক্তা এবং তৈরি হচ্ছে স্থানীয় কর্মসংস্থানের নেটওয়ার্ক।