
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ও ভীমপুর গ্রামের বাসিন্দা ও নওগাঁ সদর উপজেলার বলিহার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহম্মেদ এর বাসায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। রহস্যজনক এ চুরির ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাতের কোন এক সময়। তবে এ চুরির ঘটনাটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জানাজানি হলে বৃহস্পতিবার রাতেই এঘটনায় মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহম্মেদ। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টারদিকে তিনি ও তার স্ত্রী মোছাঃ পারভীন আক্তার বানু জরুরী কাজে নওগাঁ বাসায় চলে য়ায়। এরপর বৃহস্পতিবার বিকেল অনুমান ৫ টারদিকে সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে দেখেন ঘরের পর পর ৩টি দরজার ছিটকানি ভাঙ্গা এবং তার শোয়ার ঘরে রাখা স্টিলের আলমারির ছিটকানি ভেঙ্গে ফেলা। সেখানে তার রক্ষিত নিজেস্ব নামীয় সম্পত্তির কাগজ পত্র সহ নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণের গহনা চুরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহম্মেদ বলেন, বাড়িতে সেই রাতে কেই না থাকার সুযোগে নগদ ৮৫ হাজার টাকা, স্বর্ণের গহনা ও আমার জমির কাগজপত্র চুরি হয়েছে এবং আমি থানায় লিখিত অভিযোগ দিলে স্থানিয় নওহাটা ফাঁড়ি পুলিশ রাতেই বাড়িতে এসেছিলেন। তার স্ত্রী বলেন, বাসার পর পর ৩ টি তালা ভেঙ্গে ও দ্বিতীয় তলায় আমাদের শয়ন রুমে থাকা স্টীলের আলমারীর নক ভেঙ্গে আলমারীতে থাকা নগদ টাকা, আমার নিজের ও ছেলের বউ এর মোট প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।