
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
সাভারে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করে তিন দোকান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এসময় তিনি বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভারের নামাবাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছি। এসময় অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে দোকানী বিপ্লবকে ৫০ হাজার, গোপালকে ২০ হাজার ও নাইমকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন। পরবর্তীতে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।সোমবার (৩০জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের নামাবাজার এলাকার বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।তিনি বলেন, জব্দ করা পলিথিন গুলো পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সধারীকে নিলামের মাধ্যমে দেওয়া হবে। এসব পলিথিন রিসাইক্লিনিং করে তারা পরিবেশ বান্ধব পন্য তৈরি করবেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের সদস্যরা।