
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি :
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হওয়ায় বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ শাহজাহান আলীকে সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলা ক্রিকেট পরিবার। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় ক্রিকেট ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কৃতি ফুটবলার রনিক আহমেদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নব নিযুক্ত সিনিয়র সদস্য মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ অন্তরঙ্গ স্পুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জসিম।
বক্তব্য রাখেন, যুব নেতা মীর জমিলুন্নবী ফয়সল, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি সমুজ আলী রানা, ক্রিকেটার
সৈয়দ মাহমুদুল হাসান অনিক।