
কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের সফল অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলার আসামিরা পলাতক থাকলেও পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তারা আইনের আওতায় আসে।
থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর নেতৃত্বে ও তদারকিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ ইউছুব আলী ও এসআই আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্সসহ।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:মালা আক্তার, স্বামী- আয়নাল হক, সাং- চান্দালিপাড়া।
মোঃ টিটু, পিতা- মোঃ আব্দুল গণি ওরফে মোঃ কাছা মিয়া, সাং- টেপিরকোনা, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।০৫ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে, মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মধ্যনগর থানা পুলিশের এই ধরনের ধারাবাহিক সফলতা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।