
সাজিদুর রহমান, বাহুবল হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে কার্ভাটভ্যান ও হাইয়েছ গাড়ির মুখোমুখি সংঘর্ষ চালক নিহত হয়েছে । রবিবার (৬ জুলাই) সকাল ৯ টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক এ ঘটনা ঘটে।এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত হাইয়েছ চালক রোমান সিকদারকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত রোমান সিকদারের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ৩নং জলসা ইউনিয়নের মৃত আব্দুল সালামের ছেলে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান লাশ পরিবারের লোকজন এসে নিয়ে যাবে। ঘটনাস্থলে আমরা কার্ভাটভ্যানটি পাই নাই, তবে হাইয়েছ গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।