সাহিত্য সাময়িকী
…….কবিতা….
সৈয়দ সময় // হাত ধরো বন্ধু’র হাত
দেখুন আমি সুখ কিবা শান্তির বিরোধী নই
আর সেটা যদি আমার হাত ধরে সুখী হন
মন্দ কি, না হয় আমার ক্ষয় হবে শক্তি ।
একদিন আমিয়ো চলে যাবো
সুখ কিবা শান্তি দেখা না মিলালে জীবন কি
কি ভাবে বুঝবো স্বর্গ শান্তি ।
অস্তিত্ব বিলীনের পথে স্থিরভাবে দাঁড়িয়ে আছো
ঘুম ভেঙে জেগে উঠো
আমি সুখ কিবা শান্তির বিরোধী নই
ঠিক একবার বলবে
তুমি ,সুখ কিবা শান্তির বিরোধী নই ।