নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ২০২৪-২৫ অর্থ বছরে (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার
সকাল দশটায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ১৮ টি হুইল চেয়ার ও
৯ টি চশমা বিতরণ করা হয়।প্রকল্পটি মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে, বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নসহ অনুগ্রসর শিক্ষার্থীদের
বিদ্যালয়মুখী করার লক্ষে দীর্ঘদিন যাবৎ এ কাজ করে যাচ্ছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতি আরা পারভীন।এ সময় আরও উপস্থিত
ছিলেন সদর সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ।