হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দালান নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। (১০ জুলাই) বিকেলে প্রায় একশ’ মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে তারা মেলান্দহ উপজেলার মোস্তাফিজুর রহমান বাবুলের নিজ বাসভবনে উপস্থিত হন। এ সময় সেখানে হৃদ্যতা ও সৌহার্দ্যে ভরপুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুর কাদের বাবুল খান – মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, মিজানুর রহমান রতন – সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা বিএনপি।সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন দালান নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শিবলু শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক ভুট্টু, দপ্তর সম্পাদক আসিফ এবং সম্মানিত সদস্য সাজ্জাদ, ইউনুস, ঠান্ডু, জুয়েল, শাহীন, রাজধানী, ইব্রাহিম খালিল, জাকির, সোহেল, রনি, সৈকত, মান্নান, হামিদুর প্রমুখ।নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিকদের সহানুভূতিশীল হওয়া দরকার। এ ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান বাবুল একজন বন্ধুর মতো পাশে থাকেন।মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকতে চাই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আপনাদের সঙ্গে থেকে কাজ করাই আমার অঙ্গীকার।”সাক্ষাৎ শেষে দালান নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এরপর নেতাকর্মীদের সঙ্গে তিনি ছবি তোলেন এবং সকলকে ধন্যবাদ জানান।এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা