সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা’র খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে ধেনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯ জুলাই রাতে ড্রেজারসহ
মবিন (২৭) নামে একজন কে আটক করেছে খালিয়াজুড়ি নৌ পুলিশ।জানা যায় ,খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) এম,এ,
কাদের গোপন সূত্রে বালু উত্তোলনের খবর পেয়ে খালিয়াজুড়ী থানার অফিসার ইনচার্জ মো:মুকবুল হোসেনকে অবগত করিলে তিনি নৌ পুলিশকে
পাঠানোর সাথে সাথে মোবাইল কোর্ট করে ড্রেজার মেশিন জব্দ করে এবং মবিন নামে একজন বালু উত্তোলনকারীকে আটক করে খালিয়াজুড়ি থানায়
নিয়ে আসা হয়।মবিন কে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। খালিয়াজুড়ি উপজেলার অফিসার ইনচার্জ মকবুল
হোসেন বলেন বিধি মোতাবেক তার ব্যবস্থা নেওয়া হবে