সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলার ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন ও গঠন করা হয়েছে ।
নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’রআহবায়ক মো. মজিবুর রহমান খান ও সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত এই কমিটির অনুমোদন দেন । তৃণমূল পর্যায়ে দলীয় কর্মসূচি ও কার্যক্রম ত্বরান্বিত করতে পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের সমন্বয়ে এই কমিটি কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ।৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো.আব্দুল হেলিম , সাধারণ সম্পাদক জালাল খান মেম্বার , সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন । নব-নির্বাচিত কমিটিকে তৃণমূল নেতাকর্মীরা স্বাগত জানান ।