কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি.এল.সি-এর সাউদপাড়া এজেন্সি অফিসের উদ্বোধন, উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা এরিয়া প্রধান জনাব পারভেজ উল্লাহ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা জোনের জোন প্রধান জনাব সৈয়দ ফেরদৌস মিয়া এবং সহকারী জোন প্রধান বাবু রনদা প্রসাদ তালুকদার।সভায় সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, এ.জি.এম, সাউদপাড়া এজেন্সি অফিস।অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আলমগীর হোসেন, বি.এম, সাউদপাড়া এজেন্সি অফিস।আয়োজনে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি.এল.সি, সাউদপাড়া এজেন্সি অফিস, কলমাকান্দা জোন।বক্তারা তাদের বক্তব্যে জীবন বিমার প্রয়োজনীয়তা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং এজেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সফল ও কৃতী এজেন্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।