অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।প্রতিবাদ সমাবেশে ড. আতিক মুজাহিদ বলেন, এই জুলাই বিপ্লবীদের গায়ে যারা হাত দেবে, তাদের বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। আমরা মরে যাওয়ার ভয় করি না—আমরা প্রতিবাদ করতে জানি।”তিনি আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বন্ধুরা টুঙ্গিপাড়ায় লুকিয়ে থেকে নিজেদের নিরাপদ ভাববেন না। গোপালগঞ্জকে আর কোনো ইন্ডিয়ান কলোনি বা সন্ত্রাসীদের জেলা হতে দেওয়া হবে না। প্রয়োজনে এই জেলার নাম পাল্টে বাংলাদেশের একটি সাধারণ জেলায় রূপান্তর করা হবে।সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা মুকুল মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ডিবিপি: মোঃ কাইয়ুম বাদশাহ