সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় মদন থানা পুলিশ ১৬ জুলাই বুধবার সকালে চাঁনগাও ইউনিয়নের ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তার (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ বুধবার সকালে চাঁনগাও ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অভিযান ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তারকে আটক করে।আটক আসমা আক্তার মদন উপজেলার কদমশ্রী গ্রামের মৃত ফজর আলীর কন্যা।আটককৃত আসমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।