নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অবৈধভাবে আটক রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করেছে মোবাইল
কোর্ট। বুধবার (১৬ জুলাই ২০২৫) রাতে পরিচালিত এ অভিযানে দুই পাচারকারীকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বন
বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি দল, শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।অভিযানে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)
আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে যশোর জেলার শওকত আলীকে ২০ দিন ও বাগেরহাট জেলার কামরুল শেখকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন
মোবাইল কোর্ট।পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলো উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা
হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, “বন্যপ্রাণী রক্ষা করা শুধু আইনগত নয়, নৈতিক দায়িত্বও। কেউ এ আইন লঙ্ঘন করলে
কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।