কলমাকান্দা উপজেলা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিশেষ চিরুনি অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১২ বোতল মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) কলমাকান্দা সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন–১। আব্দুর রহিম (৫০), পিতা– আব্দুল গফুর, সাং– সিলিমপুর,২। তার স্ত্রী শেফালী আক্তার (৪০), উভয়ের বাড়ি গৌরীপুর থানা, জেলা ময়মনসিংহ।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়।