কলমাকান্দা উপজেলা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী তদন্ত কেন্দ্রের অভিযানে গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুরে এসআই পরিমল চন্দ্র সরকারের নেতৃত্বে সিধলী এলাকায় পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—উত্তর নাউরীপাড়া গ্রামের মিয়া চাঁন শেখ (৭০) ও তার ছেলে নিজাম উদ্দিন (১৯)।এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।কলমাকান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে এসব অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।